শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জার রেকর্ডে ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৪০ পূর্বাহ্ণ

নতুন অধিনায়ক হিসেবে টেস্ট যাত্রা শুরু করেছিলেন রোস্টন চেজ, কিন্তু জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের শেষ ম্যাচটি তার জন্য হয়ে থাকল একেবারে দুঃস্বপ্নের। মাত্র ২৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

সিরিজের তৃতীয় টেস্টে ২০৪ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১৪.৩ ওভারে। এই ম্যাচে দলের পারফরম্যান্সকে ‘হৃদয়বিদারক’ ও ‘বিব্রতকর’ মনে করেছেন চেজ। মাত্র একটি রানের ব্যবধানে তারা টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়া দলের তালিকায় প্রথম স্থানে চলে যেতে পারত।

ম্যাচের শুরুতেই মিচেল স্টার্ক তুলে নেন তিনটি উইকেট, তৈরি করেন ধসের ভিত্তি। শেষ পর্যন্ত তিনি মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। তার সঙ্গী স্কট বোল্যান্ড টেস্ট ইতিহাসে দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন, তুলে নেন ৩ উইকেট।

এই লজ্জাজনক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটারই রান না করেই আউট হন। তাদের প্রথম ছয় ব্যাটার মিলে করেছেন মাত্র ৬ রান, যা টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে টপঅর্ডারের সর্বনিম্ন রান। ১৪.৩ ওভারে শেষ হওয়া এই ইনিংস টেস্ট ইতিহাসে সময়ের দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম।

টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের, যা হয়েছিল ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এবার দ্বিতীয় স্থানে উঠলো ওয়েস্ট ইন্ডিজ, যারা এর আগে ইংল্যান্ডের বিপক্ষে এই একই মাঠে ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল। এবার সেই সংখ্যারও নিচে নেমে গেল তারা।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২২৫, ওয়েস্ট ইন্ডিজ জবাবে করে ১৪৩। এরপর দ্বিতীয় ইনিংসে অজিরা গুটিয়ে যায় ১২১ রানে। তবুও তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান, যা তাড়া করতে নেমে ক্যারিবীয়রা থেমে যায় মাত্র ২৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে কেবল জাস্টিন গ্রিভস (১১) দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। বাকি সবাই ছিলেন একেবারে অসহায়। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলউড ১ উইকেট নেন, আর বোল্যান্ডের ৩ উইকেটের সঙ্গে যুক্ত হয় ইতিহাস গড়া হ্যাটট্রিক।

এই সিরিজের আগের দুই ম্যাচেও বড় ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া তিন ম্যাচেই জিতে নেয় সিরিজ ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে এমন ভরাডুবি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন রোস্টন চেজ।