জুলাই আন্দোলনের সময় নিহতদের পরিবারের খোঁজ নিতে বরগুনায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। সেখানে তারা পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনার আরডিএফ টাওয়ারে আয়োজিত এক সাক্ষাৎপর্বে এনসিপি নেতারা উপস্থিত হন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই সাক্ষাৎ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ।
পরিবারগুলোর সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জানান, যারা প্রাণ দিয়েছে, তারা একটি সুন্দর দেশের স্বপ্ন দেখেছিল। সেই দেশ গড়ার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারগুলোকে নিজেদের পরিবারের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের কিছু আর্থিক ও রাজনৈতিক নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। একই সঙ্গে বরগুনার স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে শহীদ পরিবারের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।