মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

উল্লাপাড়ায় পরিত্যক্ত সরকারি ভবনে জামায়াতের কার্যক্রম, প্রশাসন অনিশ্চিত

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৫২ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি ভবনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অফিসের ছবি ভাইরাল হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে ভবনটির মালিকানা সম্পর্কে নিশ্চিত করতে পারেনি উপজেলা প্রশাসন।

স্থানীয়দের ভাষ্যমতে, গত দুই-তিন মাস ধরে ভবনটিতে জামায়াতের নেতারা নিয়মিত বসতেন এবং সামনের দেয়ালে ‘পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী’ লেখা একটি সাইনবোর্ডও টাঙানো ছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার (১৪ জুলাই) জামায়াত দলীয় কার্যক্রম গুটিয়ে নেয়। ওই ভবনের আশপাশে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদসহ একাধিক সরকারি অফিস থাকায় বিষয়টি আরও বিতর্ক সৃষ্টি করে।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, তারা কোনো দখল করেননি, বরং বহুদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত ভবনটি মেরামত করে সাময়িকভাবে ব্যবহার করা হয়েছিল। বিতর্ক সৃষ্টি হওয়ায় তারা নিজেরা ভবন ছেড়ে দিয়েছেন এবং ভবিষ্যতে স্থানীয়দের বসায় আপত্তি থাকবে না বলেও জানান।

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল জানান, ভবনটি এক সময় তাদের অফিস হিসেবে ব্যবহৃত হতো, তবে এখন কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় উপজেলা প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, ভবনের মালিকানা যাচাইয়ে এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।

ভবন সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তা সম্ভব হয়নি।