শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিপিএলকে ঘিরে নতুন শুরুর বার্তা বিসিবির

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৫৪ অপরাহ্ণ

বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) নতুনভাবে জনপ্রিয় করতে ক্রিকেটার ও সাংবাদিকদের সঙ্গে পরামর্শ সভা করেছে বিসিবি ও টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিল।

সম্প্রতি মিরপুরে ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ সভায় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান এবং ভিডিও কলে শ্রীলঙ্কা থেকে নাজমুল হোসেন শান্ত অংশ নেন। তারা সবাই বিসিবিকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পরদিন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেন বিসিবির বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বৈঠকে সাংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ তারা লিপিবদ্ধ করেন এবং তা পর্যালোচনা করেন।

বৈঠক শেষে মাহবুব আনাম বলেন, অতীতের বিতর্ক থেকে বেরিয়ে এসে এবারের বিপিএলকে ঘিরে বিসিবি নতুন সূচনা চায়। তাই খেলোয়াড় এবং সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত পরামর্শে বিপিএল একটি সফল ও জনপ্রিয় আসরে রূপ নেবে।