শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ১২ প্রবাসী নারী-পুরুষ গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৫৬ অপরাহ্ণ

সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে সাত নারী ও পাঁচ পুরুষসহ মোট ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তারা সবাই একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত অভিযানে অংশ নেয় নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্স, কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিট। অভিযানে গ্রেপ্তার সবাইকে বিচারের জন্য পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আইনে পতিতাবৃত্তি সম্পূর্ণ অবৈধ। এর সঙ্গে জড়িত থাকলে কারাদণ্ড, জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। প্রবাসীরা এই অপরাধে দোষী সাব্যস্ত হলে শাস্তির মেয়াদ শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ২০২০ সালের আগে এই অপরাধে বেত্রাঘাতের শাস্তিও ছিল, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশে বাতিল করা হয়।