অবৈধ সম্পদ অর্জন ও শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম।
এজাহারে বলা হয়, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ টাকার উৎসবিহীন সম্পদের মালিক হন এবং ৪৩৯ কোটি টাকার বেশি ব্যাংক লেনদেন করেন, যা দুদকের দৃষ্টিতে সন্দেহজনক। অপরদিকে, তার স্ত্রী সালমা ওসমান জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি টাকার সম্পদ অর্জন করেন এবং তার নামে ২৪ কোটি টাকার বেশি লেনদেন পাওয়া গেছে।
এছাড়া তাদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। মামলা দুটি দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।