শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্থান হবে না: সালাহউদ্দিন

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্থান হবে না এবং আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি চলবে না-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, ১৯৭১ সালের আদর্শের বিরুদ্ধে গিয়ে শেখ মুজিব চার বছরের মাথায় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেন। তার কন্যা শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের দ্বিগুণ রূপ দিয়েছেন।

তিনি বলেন, আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করছে, বিভক্তির চেষ্টা করছে, তারা আসলে ফ্যাসিবাদের পথকে সুগম করছে। বিগত ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ে গণঅভ্যুত্থান হয়েছে, তবে মাত্র ৩৬ দিনে ফ্যাসিবাদী সরকার সরানো সম্ভব নয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি ধীরগতিতে এগোচ্ছে, ১২ ফেব্রুয়ারি দেওয়া খসড়া এবং পরে রিফাইন্ড ভার্সনের পরও ঘোষণাপত্র এখনও আসেনি। তিনি জোর দিয়ে বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে এই ঘোষণা দিতে হবে।

সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মব তৈরি করে বিএনপি নেতার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হলে ছাত্রদল উপযুক্ত জবাব দেবে।

অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।