শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মৌলিক সংস্কারে বিএনপি ও কয়েকটি দল বাধা দিচ্ছে: এনসিপি

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৯:০৬ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে ছোটখাটো সংস্কারে সম্মতি থাকলেও মৌলিক সংস্কারে বিএনপি ও কয়েকটি দল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) সংলাপের দ্বিতীয় দফার ১৪তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বিএনপিসহ কয়েকটি দল এমন পরিবেশ তৈরি করছে যাতে মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত ঐকমত্যের খসড়ায় না আসে। তিনি জানান, এনসিপি মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো ছাড় দেবে না এবং প্রয়োজনে আন্দোলনেও নামবে।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৪৮, ৫৬, ১৪২ এবং নব-সংযোজিত ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ) অনুচ্ছেদগুলো সংশোধনের প্রস্তাব এনেছে এনসিপি, যা বাস্তবায়নে গণভোটের কথা বলা হয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি জানিয়ে তিনি বলেন, এক শতাংশ ভোট পেলেই যেন দলগুলো উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পায়।

তবে আখতার অভিযোগ করেন, বিএনপি উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির বিরোধিতা করছে এবং এসব গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়কে কমিশনের আলোচনার বাইরে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, “রাষ্ট্রের ভাঙা পায়ে ব্যান্ডেজ দাও ঠিক আছে, কিন্তু হাড় জোড়া লাগবে না – এমন ভাব দেখাচ্ছে তারা।”

মৌলিক সংস্কারের মধ্যে এনসিপি যেসব বিষয়কে অন্তর্ভুক্ত করেছে, তার মধ্যে রয়েছে – ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাহী ক্ষমতার পরিধি নির্ধারণ, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগপ্রক্রিয়া, উচ্চকক্ষ গঠন, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত সমন্বিত নিয়োগ ব্যবস্থা।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও গঠনতন্ত্র জমা দিয়েছে এনসিপি এবং কমিশনের কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে সংশোধন করে দ্রুত তা জমা দেওয়া হবে।