মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজশাহীতে এসএসসিতে সর্বোচ্চ নম্বর অর্জন করল নিহাল

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৪৮ পূর্বাহ্ণ

রাজশাহী জেলায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান নিহাল কবির (১৭)। ২০২৫ সালের এসএসসিতে অংশ নিয়ে সে ১২৮০ নম্বর অর্জন করেছে।

নিহাল ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে অধ্যয়ন করে আসছে। সে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস রোল ছিল দুই। সাম্প্রতিক স্কুল টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল সে, যা তার ফলাফল নিয়ে আশার ভিত্তি তৈরি করেছিল।

নিহালের বাবা আকবর কবির পেশায় একজন ব্যবসায়ী এবং মা খাদিজা ইসলাম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নগরীর দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। মায়ের ভাষ্য অনুযায়ী, নিহাল পড়াশোনায় খুবই মনোযোগী এবং নিজ উদ্যোগেই পড়ালেখা করে থাকে। মোবাইল ফোনের প্রতি আসক্তি না থাকাও তাকে আলাদা করে তুলেছে।

নিহাল সাধারণত বাবার সঙ্গেই স্কুল ও প্রাইভেট পাঠে যাতায়াত করে। সে ক্রিকেট খেলা ও দেখা উপভোগ করে এবং আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো পছন্দ করে। তার ভবিষ্যৎ স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া এবং রাজশাহীর ভালো কোনো কলেজে ভর্তি হওয়া।

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার বোর্ডে পাশের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম জানান, স্কুল থেকে ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১০৪ জন জিপিএ-৫ পেয়েছে এবং সবাই উত্তীর্ণ হয়েছে। নিহালের ১২৮০ নম্বর প্রাপ্তি প্রতিষ্ঠানটির জন্য গর্বের বলে তিনি মন্তব্য করেন।