মাদারীপুরের ঐতিহাসিক শাহ মাদার দরগা শরীফ আলীয়া মাদরাসা ও এতিমখানায় দীর্ঘ ছয় বছর ধরে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন। প্রকৃত এতিম সংখ্যা ৪০ জন হলেও দেখানো হচ্ছে ১৪৫ জন, যাতে প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার টাকা করে সরকারি অনুদান তোলা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এই এতিমখানায় অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা প্রাথমিক তদন্তে নানা অনিয়মের সত্যতা পান এবং সুপার আলামিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের অনুসন্ধান শুরু করেন।
দুদক কর্মকর্তা জানান, ২০১৯ সাল থেকে এতিম সংখ্যা বাড়িয়ে দেখিয়ে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অথচ এতিমখানায় কোনো দৃশ্যমান উন্নয়ন নেই। এছাড়া, প্রতিষ্ঠানের এফডিআরের অর্থ জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে, যা নিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, শাহ মাদার দরগা শরীফের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এত বড় দুর্নীতির বিষয়টি স্থানীয়দের হতাশ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।