মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নগর পরিবেশ রক্ষায় খুলনায় সহযোগিতা প্লাটফর্মের কর্মশালা

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৫১ পূর্বাহ্ণ

খুলনায় নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিষেবা সম্পর্কিত ‘সহযোগিতা প্লাটফর্ম’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় কেসিসি, কেডিএ, ডিওই, বিএফডি, পার্টনার এনজিও, নগরবাসী এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ শহরমুখী হচ্ছে, ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বসতি। উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার কারণে প্রাকৃতিক জলাধার ভরাট হয়ে যাচ্ছে, সবুজায়ন হ্রাস পাচ্ছে। তিনি এই সংকট উত্তরণে প্রাথমিক শিক্ষায় জলাধার সংরক্ষণ ও সবুজায়ন বিষয়ক পাঠ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণকে সচেতন করা গেলে পরিবেশ পরিস্থিতির ধাপে ধাপে উন্নয়ন সম্ভব হবে। কর্মশালাটি জার্মান দাতা সংস্থা জিআইজেড-এর সহায়তায় ‘‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর (এলআইসিএ)’’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জিআইজেড-বাংলাদেশ যৌথভাবে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে। কর্মশালায় জানানো হয়, এ প্লাটফর্ম নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রক্রিয়ার রূপরেখা দেবে, যা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং একটি বাসযোগ্য খুলনা গড়তে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কেসিসি ও কেডিএ’র কর্মকর্তারা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা এবং বিভিন্ন ওয়ার্ডের সমাজকর্মীরা।