শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, মন্তব্য সারজিস আলমের

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৫২ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ বাংলাদেশের সম্পদ, কোনো ব্যক্তি বা দলের নয় – এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন।

সারজিস আলম তার পোস্টে জানান, গোপালগঞ্জ থেকে এক ব্যক্তি তাকে মেসেজ করে জানিয়েছেন, সেখানকার মানুষ বুঝে গেছেন—দুর্দিনে সবাইকে ফেলে রেখে কেবল নিজেরা নিরাপদে চলে গেছেন। মানুষ আর প্রতিশ্রুতির কথা শুনে বিভ্রান্ত হতে চায় না। গোপালগঞ্জের মানুষ এবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, এবং আর কোনো দলের হয়ে মুখোমুখি দাঁড়াতে চায় না।

তিনি আরও লেখেন, গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গোপালগঞ্জবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। গোপালগঞ্জের নাম ব্যবহার করে কেউ যেন বৈষম্য সৃষ্টি না করতে পারে, সেটিই হবে এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জের গণমানুষের পক্ষে আমরা লড়াই করব। গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সমগ্র বাংলাদেশের।’ এর আগেই তিনি ঘোষণা দেন ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি, যা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।