শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দন্ত-নখরহীন উচ্চকক্ষ জাতির বোঝা হবে: এবি পার্টি

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৫৪ পূর্বাহ্ণ

ক্ষমতার ভারসাম্য রক্ষায় কার্যকর না হলে উচ্চকক্ষ শুধু রাষ্ট্রের বোঝা হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি উচ্চকক্ষের কোনো ক্ষমতা না থাকে, তাহলে তা রাষ্ট্রের অর্থ অপচয়ের জায়গা হবে মাত্র। কাজের কোনো ফল না এনে বরং একসময় এই উচ্চকক্ষ রাষ্ট্রের জন্য বোঝায় পরিণত হবে। ক্ষমতার ভারসাম্য আনতে না পারলে এমন উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠে।

ফুয়াদ বলেন, এবি পার্টি এমন একটি উচ্চকক্ষ চায়, যেখানে ভোটের অনুপাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। কেবল সংখ্যার ভিত্তিতে নয়, বরং অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক একটি কাঠামো থাকতে হবে, যাতে এটি রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র না হয়ে পড়ে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক, ছাত্রপক্ষের যুগ্ম আহ্বায়ক ফওজিয়া ফারিহা করবী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ ও দপ্তর সম্পাদক সোলায়মান আল হাবিব।

ব্যারিস্টার সানী বলেন, উচ্চকক্ষ ও সংরক্ষিত আসন নিয়ে আলোচনা এখন স্থবির অবস্থায় আছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার প্রশ্নে কোনো কার্যকর ঐকমত্যও এখনও গঠিত হয়নি। তবে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে বলে জানান তিনি। সংবিধানের প্রস্তাবনা ও সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোর পরিবর্তনে গণভোটের প্রয়োজন হবে বলেও তিনি মত দেন।