আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, প্রতিটি এলাকায় অনেক মনোনয়নপ্রত্যাশী থাকলেও দলীয় প্রার্থী হবেন একজনই, এবং তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি দলীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তারেক রহমানকে নিয়ে চলমান স্লোগান ও অভিযোগ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, বিএনপি একটি বৃহৎ দল এবং কোনো অপরাধ সংগঠিত হলে তার দায় সরাসরি তারেক রহমানের ওপর চাপানো অনুচিত। তিনি বলেন, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে, তারাই খালেদা জিয়া ও তারেক রহমানকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের মধ্য দিয়েই তারা বিএনপির রাজনীতি শেষ করতে চায়। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান আব্দুস সালাম। তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষতিগ্রস্ত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো হবে, তবে তা হবে সৎ পথে, অবৈধ সুযোগ সৃষ্টি করে নয়।
তিনি আরও বলেন, সামনে যে নির্বাচন আসছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি কখনও কারচুপির মাধ্যমে জয়লাভে বিশ্বাসী নয়। জনগণের ভোটেই তারা নির্বাচিত হতে চায়। তিনি আশা প্রকাশ করেন, জনগণ যেভাবে জিয়াউর রহমানকে ভালোবেসেছে, ঠিক সেভাবেই তারেক রহমানকেও দেশের স্বার্থে বেছে নেবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম। সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।