মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাঁঠাল-মুড়ি খেয়ে দুই শিশুর করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Fresh News রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫
১০:৪৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

বুধবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খায় শিশু আছিয়া খাতুন (৪) ও বাকি বিল্লাহ (৫)। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুর পিতা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানার শ্রমিক।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই দিন আগে তাদের নানা বাড়ি থেকে একটি বড় কাঁঠাল আনা হয়। সেই কাঁঠালের কিছু অংশ ভেঙে খাওয়ার পর বাকি অংশ মেঝেতে রেখে দেওয়া হয়। পরবর্তীতে সেই কাঁঠাল মুড়ির সঙ্গে মিশিয়ে খাওয়ার পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাদ মাগরিব মামুদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দুই শিশুর দাফন সম্পন্ন হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া জানান, বিষয়টি তারা শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ যাচ্ছে। তবে এটি বেলকুচি থানার অন্তর্ভুক্ত নাকি এনায়েতপুর থানার, তা নিশ্চিত হওয়া যায়নি।