মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গডফাদারতন্ত্রের অবসান ঘটেছে, নতুন করে জন্ম হতে দেব না: নাহিদ ইসলাম

Fresh News রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫
৮:০৯ অপরাহ্ণ

বাংলাদেশকে মাফিয়াতন্ত্র ও পরিবারতন্ত্রমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির এ আয়োজন হয়।

নাহিদ ইসলাম বলেন, একসময় শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি গডফাদারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রভাবশালী গোষ্ঠীকে উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেওয়া হবে না। তিনি জানান, জনগণের বাংলাদেশ গঠনের জন্য মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্রকে দেশের মাটি থেকে নির্মূল করতে হবে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশ হবে জনগণের। কক্সবাজারের মানুষ জীবনযুদ্ধে সাহসিকতার প্রতীক। কিন্তু এখানে পর্যটনশিল্পের নামে দীর্ঘদিন ধরে লুটপাট হয়েছে। কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত করে পরিবেশবান্ধব পর্যটনশিল্প গড়ে তুলতে হবে।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতি থাকলেও এ সমস্যা দীর্ঘমেয়াদে কক্সবাজারবাসীর নিরাপত্তা ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। তাদের দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে, যাতে স্থানীয়দের প্রতি অবিচার না হয়।

নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূস ও বিশ্ব বিবেক এগিয়ে আসুক এবং রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হোক।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।