শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে কামারখন্দে মহিলা দলের বিক্ষোভ

Fresh News রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫
৯:১৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

সিরাজগঞ্জের কামারখন্দে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলা দল।

শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রস্তাবিত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজমা খাতুন পান্না’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বি উথান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী সরকার, বিএনপি নেতা সাইদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান, তানভীর ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহী আল রেজা লাবলু, মহিলা দলের নেত্রী মিথিলা খান প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা মহিলা দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক শামসুন্নাহার।

বক্তারা বলেন, “দেশে যারা স্বাধীনতাবিরোধী ও ধর্মের নামে রাজনীতি করছে, তারা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিভ্রান্তিমূলক মন্তব্য করছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও অপপ্রচার চালাচ্ছে। আমরা এই প্রতিবাদ সভা থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।