শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চলতি বছর তিনটি সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব জোরদার

Fresh News রিপোর্ট
জুলাই ২০, ২০২৫
৮:২১ অপরাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ২০২৫ সালে তিনটি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন কর্মসূচির মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করতে যাচ্ছে। এ উদ্যোগ দু’দেশের অভিন্ন কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

রোববার (২০ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক মিডিয়া নোটে এসব তথ্য জানানো হয়। এতে উল্লিখিত হয় যে, এসব প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় কার্যক্রম বাংলাদেশ ও গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

এ বছরের তিনটি প্রধান মহড়ার মধ্যে প্রথমটি ‘টাইগার লাইটনিং’, যা বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের যৌথ মহড়া হিসেবে টানা চতুর্থ বছর অনুষ্ঠিত হচ্ছে। এতে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের সরিয়ে নেওয়া এবং আইইডি প্রতিরোধের মতো বাস্তবধর্মী প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

দ্বিতীয় মহড়া ‘টাইগার শার্ক ২০২৫’, যা ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ হিসেবে বিশেষ বাহিনীর যুদ্ধ প্রস্তুতি উন্নত করবে। ২০০৯ সাল থেকে চলে আসা এই যৌথ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা, অস্ত্র পরিচালনার কৌশল এবং সংকট মোকাবিলা সক্ষমতা অর্জনে বাংলাদেশি কমান্ডো ও ডাইভিং ইউনিট অংশগ্রহণ করবে।

তৃতীয় মহড়া ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই মহড়া দুর্যোগকালীন ত্রাণ ও উদ্ধার কার্যক্রম, অ্যারোমেডিকেল সহায়তা এবং বাংলাদেশের সি-১৩০ বিমান বহরের ব্যবহারিক দক্ষতা বাড়াবে। মানবিক সহায়তা কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বলে বিবেচিত।

এছাড়া নতুনভাবে চালু হচ্ছে আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক কর্মসূচি, যা বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থার (ইউএএস) সক্ষমতা তৈরি করবে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশি সদস্যদের নিয়ে গঠিত একটি রেজিমেন্ট সরাসরি যুক্তরাষ্ট্রের তৈরি প্রযুক্তি পরিচালনার প্রশিক্ষণ পাবে।

এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।