গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর নিয়মিত অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির বরাতে রোববার দেফাহ বার্তা সংস্থা এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে সংঘর্ষ চলাকালে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশসীমায় প্রভাব বিস্তার করে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামোয় বড় ধরণের আঘাত হানে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
মাহমুদ মোসাভি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশীয় সম্পদ ব্যবহার করে তা দ্রুত প্রতিস্থাপন করা হয়েছে। পূর্ব নির্ধারিত স্থানে সংরক্ষিত ব্যবস্থা ব্যবহার করে আকাশসীমার নিরাপত্তা পুনরায় নিশ্চিত করা হয়।
ইরানের হাতে ইতিমধ্যেই নিজস্বভাবে নির্মিত বাভার-৩৭৩ এবং রাশিয়ার তৈরি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। তবে সাম্প্রতিক সংঘর্ষের পর নতুন করে কোনো বিদেশি প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি করা হয়েছে কিনা, সে বিষয়ে দেফাহ কোনো তথ্য দেয়নি।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে সীমিত হামলা চালায়। পরে একটি সামরিক মহড়ায় ইরান রাশিয়ার এস-৩০০ সিস্টেম প্রদর্শনের মাধ্যমে প্রতিক্রিয়া জানায় এবং হামলার ক্ষতি কাটিয়ে ওঠার বার্তা দেয়।