শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারে ন্যায়বিচারের প্রত্যাশা শফিকুর রহমানের

Fresh News রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
১০:৩৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে দায়িত্বে থেকেও তিনি নিজের মর্যাদা ও দায়িত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তার হঠকারী রায়ের কারণে রাজনৈতিক মাফিয়ারা গুম, খুন ও লুণ্ঠনের লাইসেন্স পেয়েছিল।

২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন খায়রুল হক। এ ঘটনার পর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান তার প্রতিক্রিয়া জানান।

তিনি লিখেছেন, এবিএম খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে আমানতের প্রতি বিশ্বস্ত ছিলেন না। এমন মর্যাদাপূর্ণ পদে থেকে কোনো ব্যক্তি অতীতে দেশ ও জাতির এত বড় ক্ষতি করেননি। তার দেওয়া রায় রাজনৈতিক অপশক্তিদের হাতে অপকর্মের হাতিয়ার তুলে দিয়েছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেরিতে হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এখন জাতি তার সুষ্ঠু বিচার ও উপযুক্ত শাস্তি প্রত্যাশা করে। ন্যায়বিচার হলে ইতিহাসে তিনি শিক্ষণীয় শাস্তি পাবেন-এমন আশা ব্যক্ত করেন তিনি।