শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় একদিনে আরও ৮৯ নিহত, মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল

Fresh News রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ণ

ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৮৯ জন ফিলিস্তিনি। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৮৬ জনে। একই দিনে আহত হয়েছেন আরও ৪৫৩ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার রাতে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি ইসরায়েলের এই অভিযানকে গণহত্যামূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৮৯টি মরদেহ এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু হতাহত ব্যক্তি এখনো উদ্ধারকারীদের নাগালের বাইরে রয়ে গেছেন বলে জানানো হয়েছে।

এছাড়া নতুন করে ২৭৯ জনের পরিচয় শনাক্ত হওয়ায় সরকারি তালিকায় মৃতের সংখ্যা হঠাৎ করে বেড়েছে। একই সময়ে ত্রাণ সংগ্রহের চেষ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ২৩ জন এবং আহত হয়েছেন ৬৮ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৩ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে, ফলে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।