শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সবজির দাম কিছুটা কমলেও এখনও ভোগান্তিতে ক্রেতারা

Fresh News রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
৭:৫২ অপরাহ্ণ

রাজধানীতে গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বেড়ে ক্রেতাদের ভোগান্তি বাড়লেও বর্তমানে কিছুটা স্বস্তি ফিরেছে। আগে ৮০ থেকে ১০০ টাকা কেজি দামে বিক্রি হওয়া সবজির অনেকগুলো এখন ৬০ থেকে ৮০ টাকার ঘরে নেমে এসেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর মগবাজার, মহাখালী, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে এখন প্রতি কেজি গাঁজর, শসা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা ও বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স, কচুর লতি ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, কাঁকরোল ৭০ টাকায় এবং ধন্দুল ৮০ টাকায়।

ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্যের দিকেও নজর দিলে দেখা যায়, কলা প্রতি হালি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪৯ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ১৬০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী হায়দার আলী জানান, দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির দাম স্বাভাবিকের তুলনায় বেশি। অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং বাজার মনিটরিংয়ের কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না, ফলে বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন।

এ বিষয়ে মহাখালীর বিক্রেতা চাঁদ মিয়া জানান, বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় এবং বারবার বৃষ্টির কারণে ক্ষেতের ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে। ফলে দাম বাড়ছে। যদিও এখন কিছুটা কমতির দিকে এসেছে।

কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম তুলনামূলকভাবে কম থাকলেও খুচরা বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, নতুন সবজি বাজারে এলে দাম আবারও সহনীয় পর্যায়ে নেমে আসবে।