বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রশিদুল ইসলাম রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনা করে জানানো হবে।
সংগঠনটির একাধিক নেতার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো বলে ধারণা করা হচ্ছে। এর আগে গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা আটক হন এবং আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।