চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের ২৭ জুলাইয়ের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের বাকি সময়েও এ প্রবাহ অব্যাহত থাকলে জুলাই শেষে রেমিট্যান্সের অঙ্ক ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সরকার হুন্ডি প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে এ ইতিবাচক ধারা এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনে দিয়েছে।
গত জুন মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
সম্প্রতি শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বছরজুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ২৩.৭৪ বিলিয়নের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
প্রবাসী আয় বাড়ার এই ধারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।