২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চলমান ধাপে রোববার অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে মোট ১১ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন। এদিন অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তাজভিদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং লাইফ স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাদেশে ১১টি বোর্ডের অধীনে ১ হাজার ৬০০টি কেন্দ্র থেকে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ হাজার ৫৫৮টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৫৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ৭৮১ জন এবং বহিষ্কৃত হয়েছে ৯ জন।
ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ৪১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে কুমিল্লা বোর্ডে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি – ২ দশমিক ৭৮ শতাংশ। বরিশাল বোর্ডে অনুপস্থিতি ছিল সবচেয়ে কম, মাত্র ০ দশমিক ৮৮ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে অংশ নিয়েছেন ৭৮ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৮৬ জন অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কৃত হন। বোর্ডটিতে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ১১ শতাংশ, যা অন্যান্য বোর্ডের তুলনায় বেশি।
কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৩৩২ জন, যার মধ্যে ১ হাজার ৬ জন অনুপস্থিত ছিলেন। এই বোর্ডে কাউকে বহিষ্কার করা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন থেকে। এবার সারাদেশে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী।