দীর্ঘ সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। এসময় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৭ ও ১০-১২ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ আগস্ট।
১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২৭-২৮ আগস্ট বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।
ভোটগ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর, প্রতিটি আবাসিক হলে ভোট নেওয়ার পরই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।