আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ৬০ হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। নির্বাচনী প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফা বৈঠকের পর প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী ইতোমধ্যে ৫ আগস্টের পর থেকে মাঠে রয়েছে এবং নির্বাচনের সময় তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, যা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রেস সচিব জানান, ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে এবং সমন্বিতভাবে যেন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে পুলিশের আইজি জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি জাতীয় তথ্য কেন্দ্র (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) গঠনের পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্র মিথ্যা তথ্য শনাক্ত ও মোকাবিলায় কাজ করবে বলে জানান শফিকুল আলম।