শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই বিপ্লবে আহতদের জন্য আসা চিকিৎসকরাই সত্যিকারের নায়ক

Fresh News রিপোর্ট
জুলাই ২৮, ২০২৫
৬:১৩ অপরাহ্ণ

আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ উপেক্ষা করে যারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন, তারাই জুলাই বিপ্লবের প্রকৃত নায়ক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ করা হয় না। অথচ বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় এই নীতির ব্যতিক্রম ঘটেছে। আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট নির্দেশ ছিল, হাসপাতালেও হামলা হয়েছে, চিকিৎসকদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে, এমনকি অনেক আন্দোলনকারী অন্ধত্ব বরণ করেছে।

তবুও কিছু সাহসী চিকিৎসক সেই নির্দেশ অমান্য করে আহতদের পাশে দাঁড়িয়েছেন। কেউ রক্ত সংগ্রহ করেছেন, কেউ ওষুধ জোগাড় করেছেন, আবার কেউ রোগীর পরিচয় গোপন রেখে চিকিৎসা চালিয়ে গেছেন। এমনকি অনেক প্রাইভেট চিকিৎসক নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে গিয়ে সেবা দিয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেন, এসব চিকিৎসক শুধু চিকিৎসা দেননি, তারা দায়িত্ববোধ, মানবিকতা ও সাহসিকতার নতুন এক ইতিহাস রচনা করেছেন। তাদের আত্মত্যাগ ও সেবার কথা জাতি কোনোদিন ভুলবে না। তাদের পরিবারও এক ধরনের ঝুঁকির মধ্যে থেকেও পিছপা হননি।

ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের মাঝেও যারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, অধ্যাপক ইউনূস তাদের ‘জুলাইয়ের সাহস এবং দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি’ বলে উল্লেখ করেন।