বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। অভিযুক্তদের মধ্যে খোকন হাওলাদার নামে এক ব্যক্তি কুকুরটিকে পাগল দাবি করে তার ফাঁসি কার্যকরের ঘোষণা দেন। পরে রোববার খোকনের নেতৃত্বে রায়হান মল্লিক, বায়েজিদ হাওলাদার ও সুমন গাজী মিলে কুকুরটিকে ধরে গাছের ডালে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় তারা নিজেরাই সেই নৃশংস ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করে।
ভিডিওটি ভাইরাল হলে পুলিশ চারজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খোকন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছাড়া পান।
ঘটনার ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার নিশ্চিত করেন যে, আদালতের এখতিয়ার সীমিত থাকায় পুরোপুরি আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। প্রাণিসম্পদ কর্মকর্তা ছুটিতে থাকায় দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ জানান, স্থানীয়দের মতে কুকুরটি ভারসাম্যহীন ছিল, তবে তাও এভাবে হত্যা করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, ঘটনার পরিণতি ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।