জুলাই ঘোষণাপত্র বা সনদ যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তা বা স্বার্থের প্রতিফলন হয়, তাহলে তা ছাত্র সমাজ ও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে সরানোর জন্য ‘জুলাই’ আসেনি। বরং জুলাই মানে হচ্ছে—বৈষম্য ও সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।
জাহিদুল ইসলাম আরও লিখেছেন, জুলাই ঘোষণায় শহীদদের রক্ত ও গাজীদের ত্যাগকে প্রতিফলিত করতে হবে। শহীদদের রক্ত এখনো আমাদের হৃদয়ে লেগে আছে এবং প্রয়োজনে আবারও ‘জুলাই’ ফিরে আসবে। তবে কোনো দল বা গোষ্ঠীর গোলামি বা তাবেদারি মেনে নেওয়া হবে না—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।