নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানোর এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। গাজীপুরে দেশের সর্বাধিক ভোটার থাকায় এ সিদ্ধান্তের প্রস্তাব করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, সর্বাধিক ভোটার যে জেলায় রয়েছে সেখানে একটি আসন বাড়ানোর এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় রয়েছে সেখানে একটি আসন কমানোর সুপারিশ করেছে কমিটি।
নির্বাচন কমিশনার আরও বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১-এর ২১/৬ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা ও আদমশুমারিকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণের নির্দেশনা রয়েছে। ২০২২ সালের আদমশুমারির তথ্য কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় হালনাগাদ ভোটার সংখ্যা ভিত্তি ধরে এভারেজ ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যা দাঁড়িয়েছে প্রতি আসনে প্রায় ৪ লাখ ২০ হাজার।
তিনি জানান, এভারেজের ওপরে কেবল গাজীপুর জেলার ভোটার সংখ্যা রয়েছে, তাই সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে এভারেজের নিচে থাকা জেলাগুলোর মধ্যে বাগেরহাটকে একটি আসন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে সামগ্রিকভাবে ভারসাম্য রক্ষা করা যায়।