শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাইয়ের শহীদ ও আহতদের তালিকা থেকে অসঙ্গত নাম বাদ দেওয়া হবে

Fresh News রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫
৮:৫৮ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকায় কিছু অসঙ্গতি ধরা পড়েছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা মারা গেছেন, তাদের নাম শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এসব নাম শিগগিরই গেজেট থেকে বাদ দেওয়া হবে বলে তিনি জানান।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ছোটদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’-এর বিশেষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পেনিনসুলা ডেভেলপমেন্ট।

ফারুক-ই-আজম বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের তালিকা পেয়ে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আহতদের তালিকাও প্রকাশ করা হয়। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি, তাই জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকাটি যাতে নিখুঁত হয় সেজন্য মন্ত্রণালয় এবং দেশের মাঠ প্রশাসনের মাধ্যমে সক্রিয়ভাবে যাচাই-বাছাই চলছে।

তিনি আরও জানান, আহতদের মাসিক ভাতা ও পুনর্বাসনের বিষয়েও কাজ চলছে। জুলাইয়ের স্মৃতি অম্লান রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বলেন, মুগ্ধ পরিবারের জন্য নিয়মিত আয় করত এবং সংসারের খরচ চালাত। গত বছরের ১৮ জুলাই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর পানি ও বিস্কুট বিতরণের সময় সে শহীদ হয়। তিনি বলেন, মুগ্ধ দেশের মানুষের জন্য বার্তা দিয়ে গেছে—মানুষ মানুষের জন্য, সবার ওপরে মানুষ সত্য।