রাশিয়ায় আজ বুধবার ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি দেশটির কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপানসহ আশপাশের আরও কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবীর বাইরের আবরণ টেকটোনিক প্লেট দিয়ে গঠিত। এগুলো ধীরে ধীরে নড়ে এবং একে অপরের বিরুদ্ধে সরে যাওয়ার সময় আটকে গেলে সেখানে চাপ সৃষ্টি হয়। চাপ হঠাৎ মুক্ত হয়ে প্লেটগুলো আগের অবস্থানে ফিরে গেলে ভূমিকম্প হয়।
যখন এই ধরনের ভূমিকম্প সমুদ্রের নিচে ঘটে, তখন এর শক্তিতে চারপাশে পানি ছড়িয়ে পড়ে এবং সুনামি সৃষ্টি হয়। সুনামি হলো একের পর এক বড় ও শক্তিশালী সামুদ্রিক ঢেউ, যা উপকূলে পৌঁছে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে।
সুনামির ঢেউ গভীর সমুদ্রে ঘণ্টায় ৪৫০ থেকে ৬০০ মাইল বেগে ছুটে চলে। খোলা সমুদ্রে এগুলো সাধারণত মাত্র কয়েক ফুট উঁচু হয় বলে জাহাজে থাকা মানুষ তা টের পান না। কিন্তু উপকূলের কাছাকাছি আসলে ঢেউয়ের গতি কমে যায় এবং উচ্চতা অনেক বেড়ে যায়। কোনো কোনো ঢেউ ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এমনকি ১০ থেকে ২০ ফুট উচ্চতার সুনামিও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।