ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা পরিচয়ে অভিনব কৌশলে লাখ লাখ টাকা আত্মসাৎ করা সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (২৯ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তানভির হোসেন (৪২) ও তৌহিদুজ্জামান তুহিন (৩১)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তানভির হোসেন পূর্বে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার সুবাদে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো ও তথ্য সম্পর্কে বিস্তারিত ধারণা পান। এই জ্ঞান কাজে লাগিয়ে তিনি একটি প্রতারক চক্র গড়ে তোলেন এবং সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে প্রতারণা চালান।
চক্রের সদস্যরা নিজেদের কখনো “হেড অফ মর্টগেজ অ্যান্ড লোন”, কখনো “কমার্শিয়াল ম্যানেজার” বা “ম্যানেজিং ডিরেক্টর (এমডি)” পরিচয় দিয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর ভুয়া পরিচয়ে বড় অঙ্কের বীমা রিকুইজিশন জমা দিয়ে বিশ্বাস স্থাপন করতেন এবং মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।
তাদের প্রতারণার শিকার এক ব্যক্তি সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুন ডিএমপির পল্টন থানায় মামলা হয় এবং মামলাটির তদন্তভার সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট নেয়। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভুয়া পরিচয়পত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে।
মামলাটি বর্তমানে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটে তদন্তাধীন রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।