শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক নেওয়ার অভিযোগে বিক্ষোভ

Fresh News রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫
৯:০১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৩০ জুলাই) বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। সমাবেশে বক্তব্য দেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী এবং প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতারা বিদ্যালয়ের ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের পদযাত্রায় যেতে বাধ্য করেছেন। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিদ্যালয় ছুটি দিতে হয়। তারা এ ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, কারা শিক্ষার্থীদের নিয়ে গেছে তা তার জানা নেই। তবে বিষয়টি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য কঠোর নজরদারি থাকবে বলেও আশ্বাস দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন জানান, এনসিপির নেতারা প্রথমে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের পদযাত্রায় অংশগ্রহণের অনুরোধ জানালেও বিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস চলাকালীন কাউকে বাইরে যেতে দেয়নি। তবুও পরে এ বিষয়ে এনসিপির নেতারা দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে টাঙ্গাইলের শামছুল হক তোরণ থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে পথসভায় মিলিত হয়।