শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর

Fresh News রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫
১১:১৯ অপরাহ্ণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভর্নর ড. আহসান এইচ মনসুর রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এই মুদ্রানীতি প্রকাশ করেন। এটি অন্তর্বর্তী সরকারের সময় ঘোষিত এবং তার দায়িত্বকালীন দ্বিতীয় মুদ্রানীতি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষা করাই মূল লক্ষ্য। চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে ডিসেম্বরের মধ্যে এটি ৭ শতাংশে নেমে আসবে। গভর্নর জানান, মূল্যস্ফীতি আরও কমলে নীতি সুদহার হ্রাসের বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমানে প্রধান নীতি সুদহার রেপো ১০ শতাংশ এবং আন্তঃব্যাংক ঋণের স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যাংকের কাছে টাকা রাখার সুদহার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সাম্প্রতিক সময়ে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানো হয়নি। জুন পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৪ শতাংশ, যা ডিসেম্বরের মধ্যে ৭ দশমিক ২০ শতাংশে এবং ২০২৬ সালের জুনে ৮ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ২০ দশমিক ৪ শতাংশ, যা গত অর্থবছরে ১৩ দশমিক ৬ শতাংশে ছিল।

২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, ঘাটতি ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা (জিডিপির ৩.৬ শতাংশ)। এই ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ও মুখপাত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।