সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও দুইজন। গুরুতর অবস্থায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২০ বছর বয়সী মোহাম্মদ রোম্মান মারা যান বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ নিশ্চিত করেছেন।
রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত অপর যুবক এনামুল একই জেলার মহালদি এলাকার বাসিন্দা। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা মেরামতের কাজ করার সময় হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিমানবন্দর বা কোনো বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।