দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা রোধে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, তেমন একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বিশেষ করে নারী সমাজকে এই প্রক্রিয়ায় ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বাস্তবতায় অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষিত করা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে পারিবারিক সহিংসতা কমে আসবে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে।
তারেক রহমান জানান, দল ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ প্রান্তিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।