শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Fresh News রিপোর্ট
আগস্ট ১, ২০২৫
৯:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তাকে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ দেশ-বিদেশের নানা মহল থেকে তার খোঁজখবর নেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে আমীরের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

একইদিন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, যুক্তরাষ্ট্রের কার্ডিওলজিস্ট ডা. মনজুর মোর্শেদ ও ডা. ফয়সাল, বাংলাদেশ রিপাবলিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফয়েজ আহমদ চৌধুরি, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা তার চিকিৎসার খোঁজ নেন।

দেশি-বিদেশি অনেক বন্ধু, সুধী ও শুভাকাঙ্ক্ষীও তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর জেনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ফোনে তার চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।