শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

অধূমপায়ীদের মধ্যেও ফুসফুস ক্যানসারের হার ক্রমশ বাড়ছে, যার প্রধান কারণ পরোক্ষ ধূমপান। ধূমপায়ীর আশেপাশে থাকা মানুষ এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ফুসফুস ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর শীর্ষে রয়েছে এবং এটি পুরুষ ও নারীদের মধ্যে মৃত্যুহারের জন্য সবচেয়ে বেশি দায়ী। প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে ধূমপানই এই রোগের মূল কারণ।

ভারতের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ফুসফুস ক্যানসার সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম, যা একাই প্রতি বছর ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ১৮ শতাংশের জন্য দায়ী এবং নতুন শনাক্ত হওয়া ক্যানসারের প্রায় ১১ শতাংশ এই রোগের। ধূমপান ফুসফুস ক্যানসারের ঝুঁকি ১০ থেকে ৩০ গুণ বাড়িয়ে দেয়, তবে ধূমপান ছেড়ে দিলে এ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং পাঁচ বছরের মধ্যেই এর ইতিবাচক প্রভাব দেখা যায়।

গবেষণায় দেখা গেছে, কোনো নারী যদি ধূমপায়ী সঙ্গীর সঙ্গে বসবাস করেন, তবে তার ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পায়।

ধূমপায়ী ও অধূমপায়ীদের ফুসফুস ক্যানসারের ধরনে পার্থক্য রয়েছে। অধূমপায়ীদের ক্ষেত্রে সাধারণত ‘ড্রাইভার মিউটেশন’ নামক একটি নির্দিষ্ট জিনের প্রভাবে রোগটি হয়, যা অঙ্কো-জিন নির্ভর ফুসফুস ক্যানসার নামে পরিচিত। এই ধরণের ক্যানসার লক্ষ্যভিত্তিক ওষুধ বা মুখে খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, রোগের প্রাথমিক কিংবা উন্নত যেকোনো পর্যায়ে।