শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:৩৭ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আরও একজন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জানে আলম অপু, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল জানিয়েছেন, ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক থাকা জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে ২৬ জুলাই গুলশান থানা পুলিশ একই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে চারজন সক্রিয় ছাত্রনেতা। তারা হলেন মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না এবং আব্দুর রাজ্জাক রিয়াদ।

১৭ জুলাই সকালে শাম্মি আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং সেদিনই ১০ লাখ টাকা নেওয়া হয়। পরে ফের চাঁদা দাবি করতে গেলে পুলিশ অভিযুক্তদের আটক করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় বাসার গেস্ট রুমে দুই যুবক টাকা নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি ছিল গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহমেদের বাসা।