দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে একজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২০ জনে।
শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মৃত্যুসহ করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৩০ জন। গত এক দিনে দেশে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে একজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ০৮ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকে এবং এক পর্যায়ে তা শূন্যে নেমে আসে।