বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Fresh News রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৪
৫:৫১ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢালাই মিক্সার মেশিনে ধাক্কা খেয়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেন’র ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেন’র ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন জানান, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করা ছিল। দুই মোটরসাইকেল আরোহী রতনকান্দি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার মেশিনটির সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়। অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।