বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জ কামারখন্দে গরু চোর চক্রের ৯ সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৪
১২:২০ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ আন্তঃজেলা গরু চোর চক্রের ৯ সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর কামারখন্দ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার আদনান মুস্তাফিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক ওরফে টুটুল (৩৫), আরিফুল ইসলাম (৪২), জুলহাস শেখ (৫৮), ফারুক ওরফে আমেদ আলী (৩৫), দুলাল হোসেন (৩২), রাশেদুল ইসলাম (২৮), নওগাঁ জেলার মাইনুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জের হৃদয় শেখ (১৯) ও হেলাল মিয়া (৩৯) এবং বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের মামলায় মোহাম্মদ অভিষেক (১৬) আবির আহমেদ ওরফে সায়েম (১৭)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উপজেলার সীমান্তবাজার এলাকায় গরু চুরি ঘটনায় থানায় গত ৭ নভেম্বর একটি মামলা দায়ের হয়। এ মামলায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।