শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মুডিস ও আইএমএফের পূর্বাভাস

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৪
৮:৪৯ পূর্বাহ্ণ

চলতি ২০২৪ সালের শেষে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক রেটিং এজেন্সি মুডিস রেটিংস। সংস্থাটি জানিয়েছে, ভারতীয় অর্থনীতি এখন চমৎকার অবস্থানে রয়েছে। তবে মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখতে হতে পারে।

মুডিস আরও জানায়, ২০২৫ সালে ভারতের অর্থনীতি ৬ দশমিক ৬ শতাংশ এবং ২০২৬ সালে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। বর্তমানে দেশটির খুচরা মূল্যস্ফীতি ৬ দশমিক ২১ শতাংশ, যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে সবজির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি।

সংস্থাটি উল্লেখ করেছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈরী আবহাওয়া ভারতের মূল্যস্ফীতির ঝুঁকি কমাতে আরবিআইয়ের পদক্ষেপগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। গত অক্টোবর মাসে আরবিআই রেপো রেট ৬ দশমিক ৫ শতাংশে স্থির রেখেছে এবং আগামী বছরও এই কঠোর মুদ্রানীতি বজায় রাখার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। ভোক্তাদের ব্যয় বৃদ্ধি, বিনিয়োগ প্রবাহ এবং উৎপাদন কার্যক্রমের উন্নতি এই প্রবৃদ্ধির মূল কারণ।

এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি তাদের ‘বিশ্ব অর্থনৈতিক প্রতিবেদন’-এ জানিয়েছে, চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে। আইএমএফের মতে, আগামী অর্থবছরে এই হার ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে।

এই পূর্বাভাসগুলো ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি আস্থা বাড়িয়ে তুলেছে, যদিও মূল্যস্ফীতি মোকাবিলায় চ্যালেঞ্জ রয়ে গেছে।