ফ্রেশ নিউজ ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী বাণিজ্যনীতি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে, যা উদীয়মান বাজারগুলোকে ঝুঁকির মুখে ফেলছে। তবে এই পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে ভারত একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা দিচ্ছে। ভারতের অর্থনীতি শক্তিশালী এবং দেশটির প্রবৃদ্ধির হার তুলনামূলক ভালো হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শুল্কনীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলবে এবং এশিয়ার রপ্তানিনির্ভর দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক অর্থনীতি এই অস্থিরতার প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত।
দেশীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভারতের শেয়ারবাজারকে স্থিতিশীল রেখেছে। অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল অর্থ তুলে নিলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১২.৭ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনেছেন, যা সূচক পতন রোধে সহায়ক হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সাপ্লাই চেইন বহুমুখীকরণে চীন থেকে দূরে সরে ভারতের দিকে ঝুঁকছে। ইলেকট্রনিক উৎপাদন, রাসায়নিক ও ওষুধ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং প্রোডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিম ভারতকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে।
ভারতের জিডিপি প্রবৃদ্ধি বর্তমানে ৮.২ শতাংশ, যা দেশটির অর্থনৈতিক সম্ভাবনা বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীল মুদ্রানীতি রুপি ও সরকারি বন্ডকে আকর্ষণীয় সম্পদে পরিণত করেছে। জে পি মরগ্যানের গ্লোবাল ইমার্জিং মার্কেট ডেট সূচকে ভারতের সরকারি বন্ডের অন্তর্ভুক্তি বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করেছে।
ডলারের ওঠানামার কিছুটা প্রভাব রুপিতে পড়লেও এটি অন্যান্য উদীয়মান দেশের মুদ্রার তুলনায় স্থিতিশীল। ট্রাম্পের নীতিমালা বিশ্ববাজারে অস্থিরতা আনলেও, ভারতের অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক অর্থনীতি ও স্থানীয় বিনিয়োগকারীদের ভূমিকা দেশটিকে বিনিয়োগের জন্য স্থিতিশীল গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।