বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হোয়াটসঅ্যাপে বার্তার খসড়া সংরক্ষণের নতুন সুবিধা

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:১৮ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বার্তার খসড়া সংরক্ষণের সুবিধা চালু করেছে। কোনো বার্তা লিখে পাঠানো না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে। চ্যাটে সেই বার্তা সবুজ রঙে মোটা হরফে ‘ড্রাফট’ হিসেবে দেখা যাবে।

এই নতুন ফিচারের মাধ্যমে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে, কারণ খসড়া বার্তাগুলো চ্যাট তালিকার শীর্ষে প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ব্যবহারকারীরা বার্তা সম্পাদনা করে বা পুনরায় লিখে পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে থ্রেডসে এ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। এটি সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তবে সুবিধাটি পেতে হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপ প্রয়োজন।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। নতুন ফিচার হিসেবে চ্যাট গুচ্ছ করার জন্য ‘কাস্টম লিস্ট’ও যুক্ত হয়েছে।
সূত্র: দ্য ভার্জ