বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড তৈরির পদ্ধতি

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:২৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্কঃ

ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড হলো একটি ডিজিটাল ভিজিটিং কার্ড, যেখানে প্রোফাইলের মূল তথ্যসহ কিউআর কোড যোগ করা যায়। সহজ ধাপে এটি তৈরি করার উপায়:

  1. প্রোফাইল পেজে যান
    ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিচের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এটি আপনাকে প্রোফাইল পেজে নিয়ে যাবে।
  2. শেয়ার অপশন নির্বাচন করুন
    প্রোফাইল পেজের উপরে থাকা “Share Profile” বাটনে ক্লিক করুন।
  3. কার্ডের ধরণ নির্বাচন করুন
    • সোয়াইপ করে দুটি স্টাইলের কার্ডের মধ্যে থেকে একটি পছন্দ করুন।
    • একটি কার্ডে কেবল কিউআর কোড ও ইউজারনেম থাকবে।
    • অন্যটিতে প্রোফাইল ছবি, নাম, বায়ো, লিংক ও প্রোফাইলে যুক্ত গানের নাম থাকবে।
  4. কাস্টমাইজ করুন
    • ওপরে থাকা পেনসিল আইকনে ট্যাপ করে রং ও পটভূমি আপনার পছন্দমতো পরিবর্তন করুন।
  5. সংরক্ষণ ও শেয়ার করুন
    কার্ডটি ইমেজ হিসেবে ডাউনলোড করুন এবং যাকে প্রয়োজন, তাদের কাছে শেয়ার করুন।

এই ফিচার ব্যবহার করে প্রোফাইলকে আরও দৃষ্টিনন্দন ও সহজে শেয়ারযোগ্য করা যায়।