ফ্রেশ নিউজ ডেস্ক :
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার চাঁদবীল এবং মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
চাঁদবীল এলাকায় নিহত নারীর (৫০) নাম পরিচয় জানা যায়নি। আর জোড়পুকুরিয়ায় নিহত ইব্রাহিম হোসেন (১৪) গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর শাহের ছেলে। সে জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল এলাকায় সড়কের ওপর অজ্ঞাত ওই নারীর লাশ দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় মানুষের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
অন্যদিকে তেরাইল গ্রামের বিদ্যালয়ছাত্র ইব্রাহিম হোসেন একই গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে জোড়পুকুরিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থেকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসছিল। মাইক্রোবাসটিকে অতিক্রম করার সময় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে চালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। আর পেছনে বসা ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আর বারী বলেন, গতকাল সন্ধ্যার পরপরই সড়কের ওপর নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই নারীর লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।