সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়।
রোববার (১৭ নভেম্বর) ফিলিপসকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদুল ইসলাম ফিলিপস সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শহিদুল ইসলাম ফিলিপস সোহানুর রহমান রঞ্জু হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সংঘর্ষের সময় যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু নিহত হন। এ ঘটনায় তার পরিবার মামলা দায়ের করলে শহিদুল ইসলাম ফিলিপসের নাম অভিযুক্ত তালিকায় উঠে আসে।